মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

গাইবান্ধায় বোয়ালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা সদর উপজেলা শাখার ৮ নং বোয়ালী ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট ) বিকালে বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে ৮ নং বোয়ালী ইউনিয়ন বিএনপি এই সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক। সম্মেলনের উদ্বোধন করেন সদর থানা বিএনপির আহবায়ক(ভারপ্রাপ্ত) নুরুল আজাদ মন্ডল, এবং প্রধান বক্তা ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল,দ্বিতীয় বক্তা ছিলেন সদর থানা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন।

বোয়ালী ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে ও আজহারুল হান্নানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু সহ অনেকে। এ সময় জেলা,সদর,ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে শরিফুল ইসলাম রুবেল সভাপতি ও শাহাদুল মিয়া সাধারণ সম্পাদক এবং আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

দ্বিবার্ষিক কাউন্সিলে গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে অ্যাডভোকেট শরিফুল ইসলাম রুবেল ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সবুর আহম্মেদ (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৯২ ভোট, এবং মনিরুজ্জামান মনু (ছাতা প্রতীক) পেয়েছেন ১৭ ভোট।

‎সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে মোঃ শাহাদুল মিয়া ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অন্য প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম(আনারস প্রতীক) পেয়েছেন ৯৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে (টিয়া পাখি প্রতীক) নিয়ে মোঃ আতিকুর রহমান ১৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ সোহানুর রহমান নয়ন (কলস প্রতীক) পেয়েছেন ৮২ ভোট, মোঃ মোখলেছুর রহমান (দেয়াল ঘড়ি প্রতীক) ৫ ভোট এবং মোঃ বিলাত আলী (মই প্রতীক) পেয়েছেন ৬৩ ভোট।

সম্মেলন ও কাউন্সিলের ‎নির্বাচন পরিচালনা করেন, এ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু,আহ্বায়ক,নির্বাচন পরিচালনা কমিটি। এদিকে ‎সকাল থেকেই সম্মেলন ও কাউন্সিলের ভোট গ্রহণের কথা থাকলেও পুরাতন কমিটির একটি অংশ নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষভ ও রাস্তা অবরোধ করে বলে অভিযোগ ওঠে। পরে দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং তার হস্তক্ষেপে বিকেল তিনটার দিকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে রাখেন।

‎ভোট শুরু হওয়ার পর নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনকে ঘিরে পুরো এলাকাজুড়ে বিরাজ করছিলো উৎসবমুখর পরিবেশ। সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। এসময়,‎নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত,শক্তিশালী ও গণমুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category