এস.এম দুর্জয়, গাজীপুর:
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের’বর্ষপূর্তি পালন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৫ আগস্ট)বিকাল ৪ টায় উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবদা মোড় থেকে এ র্যালি বের হয়।বিএনপির এই বিজয় র্যালিতে নেতাকর্মীসহ জনতার ঢল নেমেছে।বিজয় র্যালিটি মহাসড়কে প্রায় দুই কিলোমিটার প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে শেষে হয়।র্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী’র সঞ্চালনায় বিজয় র্যালিতে অংশ গ্রহণ করেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির,পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো:হুমায়ুন কবির সরকার,উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো:খাইরুল কবির আজাদ মন্ডল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,পৌর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড.আবু জাফর সরকার,মোক্তারুল করিম মোড়ল শামীম,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড.আহসান কবির,পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান,সাইফুল হক মোল্লা,অধ্যাপক নজরুল ইসলাম সেলিম,শাজাহান মোড়ল,বিল্লাল হোসেন,উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এনামুল হক মনি,
পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন,শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের আহ্বায়ক কাজল ফকির ও সদস্য সচিব রানা আহমেদ আকন্দ,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক হোসেন আকন্দ,পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য জাহাঙ্গীর মন্ডল,গাজীপুর জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম মোড়ল রিফাত,পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ,শ্রমিক দল নেতা মজনু ফকিরসহ বিজয় র্যালিতে উপজেলা ও পৌর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেছেন।
Leave a Reply