শফিকুল আলম ইমন, রাজশাহী:
" সবুজে সাজাই বাংলাদেশ" এই স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলছে। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার ( ৭ আগস্ট ) সকালে মহানগরীর শাহ মখদুম থানার বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের যুগ্ম আহবায়ক শিক্ষাবিদ অধ্যক্ষ দেওয়ান সাইদুর রহমান, যুগ্ম আহবায়ক চিকিৎসক ও গবেষক রওশন আলী খান, সদস্য সচিব লেখক, গবেষক ও সাংবাদিক আবু সালে মোঃ ফাত্তাহ, ক্লাবের উপদেষ্টা লেখক, প্রকাশক ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ, পরিবেশ উন্নয়ন কর্মী ইমদাদুল হক।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে মাদ্রাসা প্রাঙ্গণে ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এরপর মাদ্রাসা চত্বরে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com