শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করবে কমিশন: আলী রীয়াজ

রূপান্তর সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১ Time View

রূপান্তর সংবাদ ডেস্ক:

দ্রুতই চূড়ান্ত জুলাই সনদ দেয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। ঐকমত‍্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে কমিশন বৈঠক করবে বলেও জানান তিনি। শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ১৮টি সুপারিশ পূর্ণাঙ্গভাবে এবং ১২টি আংশিকভাবে বাস্তবায়ন করা হয়েছে বলে কমিশনকে জানিয়েছে সরকার। এছাড়া বাস্তবায়নের পথে রয়েছে ৯২টি।

২৮ জুলাই রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, খসড়া নিয়ে দলের মতামত নেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক হবে। আশা করা যায়, দ্রুত চূড়ান্ত সনদ দেয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category