রূপান্তর সংবাদ ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে অন্তবর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কাকরাইলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলেও শহীদের পরিবার ও আহতদের এখনো পুনর্বাসন করা হয়নি। এ সময় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কয়েকজন উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না বলেও দাবি করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্বাচনের কথা বললেও ভোটের পরিবেশ অনিশ্চিত। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com