খন্দকার ছদরুজ্জামান, নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় কালনা গ্রামের চুন্নু মুন্সির পুকুরে ভাঁসমান অবস্থায় সোহেল খাঁ ওরফে শোয়েবুর খাঁ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১ টার দিকে লোহাগড়া উপজেলার কালনা গ্রামের কার্তিক ঠাকুরের বাড়ির পূর্ব পাশে চুন্নু মুন্সির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শোয়েবুর খাঁ পৌরসভার মাইটকুমড়া গ্রামের ইউনুস খাঁ এর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লোহাগড়া পৌরসভা গেট এলাকায় মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন শোয়েবুর। এদিন রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করতে থাকেন। তবে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। পরেরদিন শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে লোহাগড়া উপজেলার কালনা গ্রামের কার্তিক ঠাকুরের বাড়ির পূর্ব পাশে চুন্নু মুন্সির পুকুর থেকে শোয়েবুর এর মরদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমিও এখন যাচ্ছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com