এস.এম দুর্জয়, গাজীপুর:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।এই মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।শুক্রবার (৮ আগস্ট)বিকালে উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা। মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সাংবাদিক আব্দুল আজিজ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,সহ সভাপতি মাহাবুব হোসেন,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যায়যায়দিন গাজীপুর সদর প্রতিনিধি আইয়ুব খান,কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন,সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন,প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রুকনুজ্জামান খান,সদস্য লাভলু মিয়া।
এসময় মানববন্ধন আরো উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আরিফ খান,প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক এস এম দুর্জয়,সাবেক সহসাধারণ সম্পাদক আবু জাফর,প্রচার সম্পাদক মিলন শেখসহ গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা হুশিয়ার করেন,আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে,আগামী ২৪ ঘন্টার মধ্যে তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেপ্তার করা না হলে গাজীপুর জেলা সহ সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply