এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকা-ের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে শনিবার (৯আগস্ট) বেলা ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় ত্রিশালে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, দৈনিক মাটিও মানুষের নির্বাহী সম্পাদক এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমান, ত্রিশাল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংবাদিক সাদিকুর রহমান কিরন প্রমূখ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com