রিয়াজুল হক সাগর, রংপুর:
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলার সাংবাদিক সমাজ। শনিবার (৯ আগস্ট) সকাল এগারোটায় রংপুর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর রিপোর্টার্স ক্লাব,রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন,রংপুর রিপোর্টার্স ইউনিটি,রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, পীরগাছা প্রেসক্লাব, কাউনিয়া প্রেসক্লাবসহ রংপুরে কর্মরত অন্তত দু’শতাধিক গণমাধ্যম কর্মী।
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সাংবাদিক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিউলি বেগম, প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, দৈনিক প্রতিদিনের কাগজ এর রংপুর ব্যুরো বেলায়েত হোসেন বাবু,রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আতিক হাসানসহ আরও অনেকে।
এ সময় সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অপরদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন পাশ করতে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতোমধ্যে রংপুরের অনেক সাংবাদিকের উপর অতর্কিত হামলা, মিথ্যা মামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে রংপুরে আর কোনো সাংবাদিকের উপর অন্যায় করা হলে রংপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
Leave a Reply