প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৮:০২ এ.এম
সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন

এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া ( কক্সবাজার):
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঢাকার বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কলেজগেইট চৌমুহনী প্রেস ক্লাবের সামনে পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক দেলোয়ার হোছাইনের সঞ্চালনায় মানববন্ধন-পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়া পত্রিকার সম্পাদক ছফওয়ানুল করিম, সহ-সভাপতি ও কক্সবাজার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনচারী, প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ এম এমরান আহমেদ, সাধারণ সম্পাদক ও বিজয় টিভির পেকুয়া প্রতিনিধি এম দিদারুল করিম, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও বিজয় টিভির চকরিয়া প্রতিনিধি মো: ফারুক।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক হত্যা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে তার কোনটিরই সঠিক বিচার হয়নি। বিচার না হবার কারনেই দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। ,সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার এখনো কোনো সুরাহা হয়নি। এ ঘটনায় সারাদেশে মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন, জুবাইদ, জালাল উদ্দিন, সাইফুল ইসলাম বাবুল, সাজ্জাদুল ইসলাম, বাহার উদ্দিন, সোহেল আজিম,এইচএম শহিদুল ইসলাম, মো: ইউনুছ, মফিজুর রহমান, রেজাউল করিম রেজা, মোহাম্মদ সাগর, জয়নাল আবেদীন, আমিরুল ইসলাম রাশেদ, আসাদুজ্জামান অপু, আবদুল মামুন ফারুকী, গোলাম রহমান, আরকান, রেজাউল করিম, আব্দুল্লাহ আল ফারুক, নেজাম উদ্দিন, সাইফুল ইসলাম, রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক সাংবাদিক। দায়িত্ব পালনকালে তাকে নৃশংসভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.