রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় আনারুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন  সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রংপুরে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত সাংবাদিক তুহিন হত্যার নেপথ্য কারণ কারণ জানালো পুলিশ,১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস পুলিশের ভূমি অফিসে চাকরি করে বলে কবরস্থান দখলের পায়তারা শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক ইসমাইল রাজশাহীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন রংপুরে তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশাল প্রেসক্লাবের মানববন্ধন নওগাঁয় বিএমএসএফের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জরুরি সভা

গাইবান্ধায় আনারুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন 

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২ Time View
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর এলাকার  দাদন ব্যবসায়ী আনারুল মন্ডল ওরফে সুদারু আনারুল এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও শোষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শনিবার (৯আগস্ট) সকালে উপজেলার মজুমদার বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশগ্রহণ করেন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী স্থানীয় মাদ্রাসার পিয়ন আব্দুল হামিদ মিয়া, মুরাদের স্ত্রী শাহিদা বেগম, আব্দুল জলিলের ছেলে আল-আমিন,  মৃত আব্দুর রহিমের ছেলে মাসুদ মিয়া এবং মোকছেদ আলীর স্ত্রী লাবলী বেগমসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সুদখোর আনারুল মন্ডল ধর্মপুরসহ আশপাশের এলাকার অন্তত ১২৩ জন নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা জানান, অনেকে সুদের টাকা শোধ করেও মামলার জাল থেকে মুক্তি পাননি। একজন তৃতীয় শ্রেণির মাদ্রাসা কর্মচারীর বিরুদ্ধে ৩৬ লাখ টাকার মামলা, অন্যদের বিরুদ্ধে ২৪ লাখ, ১৯ লাখ টাকার মতো বিপুল অঙ্কের মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বক্তারা আরো বলেন, আনারুল মন্ডল দীর্ঘদিন ধরে চক্রবদ্ধভাবে দাদনের নামে সাধারণ মানুষকে সুদের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে এই দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেও কোন সমাধান পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category