প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৮:০৭ এ.এম
গাইবান্ধায় আনারুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর এলাকার দাদন ব্যবসায়ী আনারুল মন্ডল ওরফে সুদারু আনারুল এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও শোষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শনিবার (৯আগস্ট) সকালে উপজেলার মজুমদার বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশগ্রহণ করেন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী স্থানীয় মাদ্রাসার পিয়ন আব্দুল হামিদ মিয়া, মুরাদের স্ত্রী শাহিদা বেগম, আব্দুল জলিলের ছেলে আল-আমিন, মৃত আব্দুর রহিমের ছেলে মাসুদ মিয়া এবং মোকছেদ আলীর স্ত্রী লাবলী বেগমসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সুদখোর আনারুল মন্ডল ধর্মপুরসহ আশপাশের এলাকার অন্তত ১২৩ জন নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা জানান, অনেকে সুদের টাকা শোধ করেও মামলার জাল থেকে মুক্তি পাননি। একজন তৃতীয় শ্রেণির মাদ্রাসা কর্মচারীর বিরুদ্ধে ৩৬ লাখ টাকার মামলা, অন্যদের বিরুদ্ধে ২৪ লাখ, ১৯ লাখ টাকার মতো বিপুল অঙ্কের মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বক্তারা আরো বলেন, আনারুল মন্ডল দীর্ঘদিন ধরে চক্রবদ্ধভাবে দাদনের নামে সাধারণ মানুষকে সুদের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে এই দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেও কোন সমাধান পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2026 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.