প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ৫:৫৯ এ.এম
শ্রীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা এলাকায় শ্রীপুর সাবজোন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ভাড়া সংক্রান্ত ও বাড়ীর মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে।
(৪ ডিসেম্বর)বেলা ১১ টায় পৌরসভার বৈরাগীচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌরসভার বার বার নির্বাচিত মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: আনিছুর রহমান।সভাপতির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব আনিসুর রহমান বলেন,পুলিশ জনগণের বন্ধু। শ্রমিকদের বাড়ী ভাড়া পৌরসভার বাড়ীর মালিকগণ বাড়াবেনা,সেজন্য পৌর করসহ হোল্ডিং ট্যাক্স পৌর সভার পক্ষ থেকে বাড়ানো হবেনা।এসময় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল অতিরিক্ত পুলিশ সুপার মো: মাইনউদ্দিন ইসলাম,সহকারী পুলিশ সুপার মুন্সী মো:আসাদুল্লাহ,সবজোনের অফিসার ইনচার্জ আব্দন নুর।স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা আবুল খায়ের বিএসসি,সাখাওয়াত হোসেন খান,সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান খান,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ভূইয়া ও স্থানীয় বাড়ির মালিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.