সুধণ্য ঘরামী, কোটালীপাড়া (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে মাসুদা খানম (৪০) নামের এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
মাসুদা খানম উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের মাসুদ কাজীর স্ত্রী এবং চার সন্তানের জননী।
মাসুদা খানমের স্বামী বলেন, ভোর রাতে ছোট ছেলের কান্নায় ঘুম ভাঙ্গলে স্ত্রী মাসুদাকে ঘরে কোথাও খুঁজে না পেয়ে আশেপাশের ঘরে লোকদের নিয়ে খোঁজাখুজি করি। একপর্যায়ে পুকুর পাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, জমিজমা করতে গিয়ে এলাকার কিছু মহাজন ও এনজিওতে অনেক টাকা ঋনগ্রস্থ হয়ে পড়ি। বাড়ির জায়গা ও একমাত্র আয়ের মাধ্যম অটোভ্যানটি বিক্রি করে দিয়েও সুদের টাকা পরিশোধ না হওয়ায় আমার স্ত্রী কিছুদিন যাবত হতাশায় ভূগছিলেন।
নিহত গৃহবধুর দেবরের স্ত্রী লাখি বেগম বলেন, দুই বছর আগে সুদে টাকা নিয়ে মাসুদার স্বামী মাসুদ কাজি ধান চাষ করলে প্রাকৃতিক দুর্যোগে জমির সব ধান নষ্ট হয়ে যায়। সেই থেকে খুব অভাব অনাটনের মধ্যে সংসার চলতো মাসুদাদের। পরবর্তীতে কয়েকটি এনজিও থেকে ঋন ও জমি বিক্রি করে সুদের কিছু টাকা পরিশোধ করলেও দিন দিন সুদের টাকার পরিমান বাড়তে থাকে। কিছুদিন ধরে মাসুদাদের পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়ে। একদিকে সুদের টাকার চাপ অন্যদিকে ঘরে কোনা টাকাপয়সা না থাকায় ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না । এসব কারনে মানসিক যন্ত্রনায় হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন ছাড়া শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com