মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি

রূপান্তর সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩ Time View

ছবি: সংগৃহীত

রূপান্তর সংবাদ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সম্ভাব্য সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৮টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি, যেখানে দায়িত্ব পালন করবেন প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তা। মঙ্গলবার (১২ আগস্ট) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকিসংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভায় উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তখন ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮ এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। তবে, ২০২৫ সালে ভোটার তালিকা হালনাগাদ শেষে আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন, যার মধ্যে জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত ভোটার অন্তর্ভুক্ত থাকবে।

এবার প্রায় ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র যুক্ত হওয়ার কারণে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৪৫ হাজার ৯৮টি এবং ভোটকক্ষের সংখ্যা বাড়বে ১৯ হাজার, মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি। সভায় জানানো হয়, ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন। পূর্ববর্তী নির্বাচনের তুলনায় ১০ শতাংশ বেশি কর্মকর্তাকে প্যানেলে রাখা হয়েছে। এদের মধ্যে ৫ শতাংশ অতিরিক্ত কর্মকর্তা প্রশিক্ষণপ্রাপ্ত। ফলে আগামী নির্বাচন উপলক্ষে মোট ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category