এস এম মাসুদ রানা , ত্রিশাল (ময়মনসিংহ):
‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য কে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে তিনজনকে সফলতার সম্মাননা ও ১৯ উদ্যোক্তগে প্রদান করা হয়েছে ঋন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান, চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির নতুন বাংলাদেশের জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপক ভাবে। এই সুযোগ গ্রহন করে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তুলতে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকল্প প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার সফল আতœকর্মী হিসেবে ফাহাদুল ইসলাম, সফল উদ্যোক্তা হিসেবে দিলরুবা আক্তার ও সফল সংগঠক হিসেবে সিরাজুল ইসলাম কিরণ কে সম্মাননা প্রদান করা হয় এবং ১৯জন উদ্যোক্তার মাঝে ১৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
Leave a Reply