এস.এম দুর্জয়, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।সোমবার(১১ আগস্ট)রাত আটটার সময় উপজেলার ধনুয়া এলাকার মেঘনা ফ্যাক্টরি সংলগ্ন মাঠে মশাল মিছিল ও নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা।নিষিদ্ধ ছাত্রলীগের ৩০-৪০ জন নেতাকর্মী মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতি নেয়।এসময় পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে।
আটক কৃতরা হল,শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মুরগির বাজার এলাকার হবি মিয়ার ছেলে নাহিদ হাসান(২২),কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের নুরুল হকের ছেলে শিব্বির মন্ডল(১৯),একই ইউনিয়নের গলদাপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে দিনার আহমেদ(২০)ও একই গ্রামের মোস্তফা বেপারীর ছেলে শৈশব বেপারী(২১)।তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।এসময় মশাল মিছিলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ আব্দুল বারিক বলেন নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী মশাল মিছিলের প্রস্তুতিকালে সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়েছে।আটকের পর(১২ আগস্ট)তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply