ছবি: সংগৃহীত
রূপান্তর সংবাদ ডেস্ক:
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে হাজারো শিক্ষক বিক্ষোভ করছেন। তাদের বিক্ষোভের ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বুধবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের আশেপাশে অবস্থান নেন শিক্ষকরা। সমাবেশের আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি।
Leave a Reply