বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘দেবদাস’ সিনেমার অভিনেত্রী নাজিমার মৃত্যু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা, যেসব সুবিধা থাকবে খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ভয়াবহ বিপদ! অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ পাকিস্তানকে ২০২ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জয় উইন্ডিজের উয়েফা সুপার কাপে রাতে পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম ভারত থেকে পানি ঢুকছে বাংলাদেশে, প্লাবিত হতে পারে ৫ জেলা প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সরকার সচেষ্ট থাকবে: অর্থ উপদেষ্টা

উয়েফা সুপার কাপে রাতে পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম

রূপান্তর সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১ Time View

রূপান্তর সংবাদ ডেস্ক:

উয়েফা সুপার কাপে আজ রাতে পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম হটসপার। সবশেষ আসরের ইউরোপা লিগ জয়ী দলের সাথে লড়বে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি জায়ান্টরা। ইতালির উদিনেসে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়। সবশেষ উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছিলো রিয়াল মাদ্রিদ। প্রতিবছর ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার শুরুটা হয় সবশেষ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ও ইউরোপা লিগ জয়ী দলের মধ্যকার লড়াই দিয়ে। সেই ধারাবাহিকতায় এবার নতুন মৌসুম শুরুর আগে অনুষ্ঠিত হওয়ার অপেক্ষা আরেকটি সুপার কাপের। যে লড়াইয়ে বুধবার দিবাগত রাতে পিএসজির বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম হটসপার। সবশেষ আসরে আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

গত ২২ মে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জেতে টটেনহ্যাম। একই মাসের ৩১ তারিখ ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরে ফরাসি জায়ান্টরা। ইনজুরি সমস্যা না থাকায় এই ম্যাচে স্পার্সদের বিপক্ষে হাকিমি, মার্কুইনোস, ডেম্বেলেদের নিয়ে পূর্ণশক্তির দল পাচ্ছে পিএসজি। তবে গোলবারের নিচে থাকছেন না জিয়ানলুইজি ডোনারুমা। ফরাসি গণমাধ্যমের খবর, বাদ পড়ায় চুক্তি শেষ হওয়ার আগেই এবার দল ছাড়ছেন ইতালিয়ান এই গোলকিপার। এদিকে, শৃঙ্খলাজনিত কারণে সুপার কাপের ফাইনালে নেই স্পার্স মিডফিল্ডার ওয়াইভেস বিশোউমা। তবে ইনজুরি কাটিয়ে খেলতে ফিট আছেন দলটির স্ট্রাইকার ডমিনিক সোলানকে।

তবে প্রথমবারের মতো সুপার কাপে খেলবে টটেনহ্যাম। অপরদিকে, দ্বিতীয়বারের মতো এই অভিজ্ঞতা নেবে পিএসজি। এর আগে ১৯৯৬ সালে প্রথমবার সুপার কাপে খেলেছিলো দলটা। যদিও হারের তিক্ততা নিয়েই সেবার মাঠ ছেড়েছিলো ফরাসি ক্লাবটি। দু’দলের সামনেই প্রথমবার শিরোপা জয়ের হাতছানি।এদিকে, এই ম্যাচে নির্ধারিত সময়ের পর থাকছে না কোনো অতিরিক্ত সময়। ৯০ মিনিটের খেলায় সমতা থাকলে সরাসরি পেনাল্টি শুটআউটে নির্ধারিত হবে বিজয়ী।এখন পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে মোটে একবার। ২০১৭ সালের সেই লড়াইয়ে টটেনহ্যামের কাছে ৪-২ গোলে হেরেছিলো পিএসজি। এবার কি হবে প্রতিশোধ নাকি ভারী হবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হারের পাল্লা—সেটাই দেখার অপেক্ষায় কোটি ফুটবলপ্রেমী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category