বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

পাকিস্তানকে ২০২ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জয় উইন্ডিজের

রূপান্তর সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View

রূপান্তর সংবাদ ডেস্ক:

সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে দিয়ে প্রায় ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলো ক্যারিবীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শাই হোপের সেঞ্চুরিতে ২৯৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে জেইডেন সিলসের স্যুইং জাদুতে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন। ২৩ রানে প্রথম চার উইকেট হারানোর পর মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সিলস একাই শিকার করেন ৬ উইকেট। এতেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের নায়ক অধিনায়ক শেই হোপ। ১৮তম ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি। ১০ চার ও ৫ ছক্কায় ৯৪ বলে অপরাজিত ১২০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার স্বীকৃতি পান ৩১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান।

ওয়ানডেতে এ নিয়ে চারবার ২শ’ বা এর বেশি রানে জিতল ক্যারিবিয়ানরা। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে এই ম্যাচের চেয়ে তাদের বড় জয় আছে আর মাত্র একটি। সেটি ২০১৪ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৩ রানে। এর আগে, সবশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।

স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৯৪/৬ (কিং ৫, লুইস ৩৭, কার্টি ১৭, হোপ ১২০*, রাদারফোর্ড ১৫, চেইস ৩৬, মোটি ৫, গ্রেভস ৪৩*; নাসিম ১০-০-৭২-২, হাসান ১০-১-৬০-০, তালাত ৪-০-২৬-০, আবরার ৯-১-৩৪-২, সাইম ৮-০-৩৬-১, মোহাম্মাদ নাওয়াজ ৭-০-১৭-০, সাইম ৯-০-৬০-১

পাকিস্তান: ২৯.২ ওভারে ৯২ (সাইম ০, শাফিক ০, বাবর ৯, রিজওয়ান ০, সালমান ৩০, হাসান নাওয়াজ ১৩, তালাত ১, মোহাম্মাদ নাওয়াজ ২৩*, নাসিম ৬, হাসান ০, আবরার ০; সিলস ৭.২-০-১৮-৬, শেফার্ড ৫-২-১০-০, শামার ৪-০-৭-০, মোটি ৭-০-৩৭-২, চেইস ৬-১-১৬-১)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০২ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

ম্যান অব দা ম্যাচ: শেই হোপ

ম্যান অব দা সিরিজ: জেডেন সিলস

Please Share This Post in Your Social Media

More News Of This Category