প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৯:১৯ পি.এম
ইতালিতে তীব্র গরমে গাড়ির ভেতর আটকে তিন বছরের শিশুর মৃত্যু

জাহিদ হাসান, ইতালি থেকে:
ইতালির সার্দিনিয়া দ্বীপে তীব্র গরমের মধ্যে পারিবারিক গাড়ির ভেতর আটকে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গাড়ির ভিতর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে রাজধানী রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, শিশুটির মা-বাবা কয়েক ঘণ্টা পর গাড়িতে ফিরে এসে শিশুকে অচেতন অবস্থায় দেখতে পান। উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয়। অতিরিক্ত তাপমাত্রা এবং অক্সিজেনের ঘাটতিই মৃত্যুর মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকদের।
ঘটনার পর স্থানীয় প্রশাসন জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়। সার্দিনিয়ার মেয়র বলেন, "এ ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—উষ্ণ আবহাওয়ায় শিশুদের কখনোই গাড়ির ভেতর একা ফেলে রাখা উচিত নয়।"
প্রসঙ্গত, চলমান তাপপ্রবাহে ইতালির দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এরই মধ্যে গরম-সংক্রান্ত কারণে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.