এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনায় ময়মনসিংহের ত্রিশালে কুরআনখানী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা জামিয়া সাওতুল হেরা মাদরাসায় কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন।
সাখুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন প্রমুখ।
আলোচনা শেষে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com