বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

কোটালীপাড়া উপজেলা পরিষদে ও থানায় ককটেল বিস্ফারণ,  আহত ৩ পুলিশ সদস্য

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

 কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:

গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের বাউন্ডারির ভিতরে ০২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নাই। পাশাপাশি এই ঘটনার কিছুক্ষণ পরই আনুমানিক রাত ১০টায় কোটালীপাড়া থানায় ০১টি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় থানার কর্তব্যরত ১জন মহিলা সহ ৩জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এতে সাধারণ জনমনে এবং এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করেছে। আহতরা হচ্ছেন কোটালীপাড়া থানার কনস্টেবল নজরুল ইসলাম(৫২), আরিফ হোসেন (৩৩) ও আইরিন নাহার (৩১)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব খন্দকার হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি দুইটি ঘটনারই সত্যতা স্বীকার করে বলেন- যারা এ ঘটনা ঘটিয়েছে এদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তদন্ত কার্য অব্যহত আছে।

এদিকে খোলাফত মজলিসের অফিসে এক সাক্ষাৎকারে গোপালগঞ্জ জেলার বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক গোপালগঞ্জ সদর-০২ আসনের মনোনয়ন প্রার্থী মাওলানা কাওসার আহম্মেদ ক্ষোভ প্রকাশ করে বলেন- এ ধরনের অপ্রীতকর ঘটনা কোন দিন ঘটেনি। আমি এর তীব্র নিন্দা জানাই, তিনি আরো বলেন- অপরাধী যেই হোকনা কেন তাকে ধরে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, কোটালীপাড়া উপজেলার আমার দলের সকল সদস্যবৃন্দের উদ্দেশ্যে বলছি আপনারা কোটালীপাড়া থানাকে যথেষ্ট সহযোগিতায় অনঢ় থাকবেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস পৌর কমিটির সভাপতি মাওলানা আনসার উদ্দিন কোটালীপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এফএম সাব্বির বিন সুলতান সহ ছাত্র মজলিস ও যুব মজলিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category