মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন

এইচ,এম শহিদুল ইসলাম,পেকুয়া
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View
এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া ( কক্সবাজার):
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঢাকার বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কলেজগেইট চৌমুহনী প্রেস ক্লাবের সামনে পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক দেলোয়ার হোছাইনের সঞ্চালনায় মানববন্ধন-পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়া পত্রিকার সম্পাদক ছফওয়ানুল করিম, সহ-সভাপতি ও কক্সবাজার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনচারী, প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ এম এমরান আহমেদ, সাধারণ সম্পাদক ও বিজয় টিভির পেকুয়া প্রতিনিধি এম দিদারুল করিম, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও বিজয় টিভির চকরিয়া প্রতিনিধি মো: ফারুক।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক হত্যা হয়েছে,  নির্যাতনের শিকার হয়েছে তার কোনটিরই সঠিক বিচার হয়নি। বিচার না হবার কারনেই দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। ,সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার এখনো কোনো সুরাহা হয়নি। এ ঘটনায় সারাদেশে মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে  সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন, জুবাইদ, জালাল উদ্দিন, সাইফুল ইসলাম বাবুল, সাজ্জাদুল ইসলাম, বাহার উদ্দিন, সোহেল আজিম,এইচএম শহিদুল ইসলাম, মো: ইউনুছ, মফিজুর রহমান,  রেজাউল করিম রেজা, মোহাম্মদ সাগর, জয়নাল আবেদীন, আমিরুল ইসলাম রাশেদ, আসাদুজ্জামান অপু, আবদুল মামুন ফারুকী, গোলাম রহমান, আরকান, রেজাউল করিম, আব্দুল্লাহ আল ফারুক, নেজাম উদ্দিন, সাইফুল ইসলাম, রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক সাংবাদিক। দায়িত্ব পালনকালে তাকে নৃশংসভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category