বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি ইসরায়েলি অবসরপ্রাপ্ত ৬শ’ কর্মকর্তার গণঅভ্যুত্থান দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জুলাই ঘোষণাপত্র: তাহেরের নেতৃত্বে অংশ নেবে জামায়াতের প্রতিনিধিদল রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ফ্লাইট এক্সপার্ট, অনলাইন ট্রাভেল এজেন্সির প্রতারণা গাইবান্ধায় বোয়ালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত কবিতা: ভয় নেই তার ” লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে সরকারি রাস্তা কেটে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে

জয়পুরহাটের ক্ষেতলালে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ-আহত-৫

ফারহানা আক্তার, জয়পুরহাট
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View
ফারহানা আক্তার, জয়পুরহাট 
জয়পুরহাট-২ আসনে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসরকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয় পক্ষের দেওয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইটাখোলা বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা গনসংযোগসহ প্রচার করছিলেন।
এরই মধ্যে দু’পক্ষের সমর্থকদের কথাকাটাটি ও হাতাহাতির এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরসহ ২ জন ও নৌকার সমর্থক ৩ জন আহত হয় বলে উভয় পক্ষ পাল্টা-পাল্টি অভিযোগ করেন। রাতেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসর চৌধূরীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি এখনো চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category